আজ রাত ৮টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও সেনেগাল
প্রকাশিত : ১১:২০, ২৮ জুন ২০১৮

এইচ গ্র“পে আজ মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও সেনেগাল। সামারা এরিনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে, একই সময় ভলগোগ্রাদ এরিনায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া পোল্যান্ডের বিপক্ষে লড়বে জাপান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়েই শুরু করে সেনেগাল। আর দ্বিতীয় ম্যাচে জাপান সাথে ২-২ গোলে ড্র করে তারা। দুই ম্যাচ শেষে সেনেগালের পয়েন্ট ৪ আর কলম্বিয়ার পয়েন্ট ৩। এই ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে জয় অথবা ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হবে তাদের।
বিশ্বকাপের শুরুটা ভালো না হয়নি কলম্বিয়ার। প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে যায় তারা। তবে, দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে ৩-০তে হারিয়ে দুর্দান্ত জয় নিয়ে ফর্মে ফিরে কলম্বিয়া। আর ঐ জয়েই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাচিয়ে রাখে দলটি। জিতলেই সরাসরি দ্বিতীয় পর্বে নিশ্চিত হবে ল্যাটিন আমেরিকার দলটির । ড্র করলেও কাগজে কলমে আশা বেচে থাকবে । দু দলের শেষ লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছিল।
এদিকে, পোল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর ছাড়পত্র পাবে এশিয়ার জাপান । আর নুন্যতম ড্র করলেও নকআউট পর্ব পেরুতে পারবে দলটি । প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে আর দ্বিতীয় ম্যাচে সেনেগালে সাথে ২-২ গোলে ড্র করে অপরাজিত জাপান। নিয়ম রক্ষার ম্যাচে জয় নিয়েই দেশে ফিরতে চায় পোল্যান্ড ।